এবারের বন্যায় যে ক্ষতি হয়েছে তা দুনিয়ার কারো পক্ষে পূরণ করা সম্ভব নয়: মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৬:৫০:৩৫ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট-সুনামগঞ্জসহ সিলেট বিভাগের প্রায় সকল অঞ্চলে যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে তা দুনিয়ার কারোর পক্ষে পূরণ করা সম্ভব নয়। আমরা যে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি তা আপনাদের সমস্যার সমাধান হবে না। সকল সমস্যার সমাধান করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আরো বলেন, এটা চিরন্তন সত্য যে, আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের আল্লাহই এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। তার বড় প্রমাণ হলো এই ভয়াবহ বন্যা।
মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন আজহার উদ্দিন খান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম এন্ড হেড অব অডিট শাহির মনছুর, হাসপাতালের ম্যানেজার এডমিন মুহাম্মদ জাকির হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি