দোয়ারায় প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৬:৫৫:৩২ অপরাহ্ন
এ এন এক্সপ্রেস ইউকে এর ম্যানেজিং ডিরেক্টর সমাজসেবী আব্দুন নূর উল্লাহ বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ মানুষ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত। এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠা বন্যাদুর্গত মানুষের জন্য খুবই কঠিন। বন্যার শুরু থেকে আমাদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামর্থ অনুযায়ী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবার চেষ্টা করে যাচ্ছি। বন্যার্ত ভাইদের খোঁজ নিতে সহমর্মিতা জানাতে সামর্থ অনুযায়ী কিছু উপহার নিয়ে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুরে এসেছি। আমরা সবাই ভাই ভাই। এক ভাইয়ের বিপদে অপর ভাইয়ের পাশে থাকার সুমহান শিক্ষা আমরা ইসলাম থেকে পেয়েছি।
এ এন এক্সপ্রেস এর উদ্যোগে বানভাসি শতাধিক মানুষকে ঈদসামগ্রী উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর মাজপার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মাস্টার কামাল উদ্দিন। বিজ্ঞপ্তি