ব্যারিস্টার এম এ সালাম বিবি ট্রাষ্টের অর্থ সহায়তা অব্যাহত
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৬:৫৮:২৩ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম ও বিবি ট্রাষ্টের পক্ষ থেকে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তিন উপজেলার বন্যাদুর্গত এলাকা ও আশ্রয়কেন্দ্রে ত্রাণ, রান্না করা খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। বিবি ট্রাষ্টের অন্যতম পরিচালক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমানের তত্ত¡াবধানে বন্যার শুরু থেকেই এসব কার্যক্রম শুরু হয়ে চলমান রয়েছে। মঙ্গলবারও মোগলাবাজার এলাকায় ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
দক্ষিণ সুরমার জালালপুর, সিলাম, মোগলাবাজার, দাউদপুর, লালাবাজার, তেতলী, মোল্লারগাঁও, কামালবাজার ও কুচাই এলাকায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহŸায়ক বাবর আহমদ রনি, সদস্য সচিব মকসুদুল করিম নেহাল, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক কাওছার আহমদ নামর, মারনুস আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুবদল সিলাম ইউনিয়নের সভাপতি মুক্তার আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি