দোয়ারায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৭:২১:২৩ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বন্যা কবলিত নি¤œ আয়ের দরিদ্র এবং অতিদরিদ্র মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে প্রাপ্ত অর্থ বাড়ি বাড়ি গিয়ে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের দরিদ্র এবং অতিদরিদ্র পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিম, মোঃ আব্দুল হামিদ, মোঃ ইজ্জত আলী, দোহালিয়া ইউপি সদস্য মোঃ সুনুর মিয়া, ছবদিল আলম, সুলতান মিয়া, মফিজুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সম‚হের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৪৭৯ পরিবারের বরাদ্দ পাওয়া গেছে। প্রতি পরিবারের জন্য ১০ হাজার টাকা উপজেলার ৯ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে।