কুলাউড়ায় বানভাসিদের জাসদ’র ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৭:২৭:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যাদুর্গতদের মাঝে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোম ও মঙ্গলবার ২ দিনে উপজেলার পৌরসভাসহ কাদিপুর ও জয়চন্ডী ইউনিয়নের বানভাসি প্রায় ২ শত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
বন্যা উপদ্রæত কুলাউড়া পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ড এবং কাদিপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সোমবার এবং মঙ্গলবার জয়চন্ডি ইউনিয়নে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ জাসদের সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক ও কুলাউড়া শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম, সহ সভাপতি শফিক মিয়া, উপজেলা শাখার নেতা আব্দুল হান্নান, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রিয় সহ সভাপতি জাকির হোসেন খান, উপজেলা সহ সভাপতি আব্দুস ছোবহান টিপু, যুব জোট নেতা বদরুল ইসলাম হেলাল, কাদিপুর ইউপি সদস্য কাদিপুর ইউনিয়ন জাসদের সম্পাদক আযাদ মিয়া, জয়চন্ডি ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, রবিরবাজার জাসদের নেতা কামরুল, বিসিএল নেতা মজিদ খান, মুর্শেদ আহমদ, আবুল কালাম আযাদ প্রমুখ।
কুলাউড়া শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম জানান, খাদ্য সামগ্রীর প্যাকেটে চাল, তেল, পেঁয়াজ, আলুসহ অন্যান্য সামগ্রী দিয়ে বন্যার্তদের দলের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।