বাসদের ৩ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৮:২৩:৫৩ অপরাহ্ন
সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবা ফোরামের উদ্যোগে ৩ দিনের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ শুরু হয়েছে। মঙ্গলবার মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সাংবাদিক ছামির মাহমুদ চৌধুরী, ইউসেফ স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মন্জু আহমদ। মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা প্রদান করেন ডা. মঈনুল ইসলাম।
কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের পার্টির সিলেট জেলা কমিটি ১৭ জুন থেকে প্রায় ৪০ সহস্রাধিক মানুষকে রান্না করা খিচুড়ী ও শুকনো খাবার বিতরণ করেছে। এছাড়াও সিলেট ও সুনামগঞ্জের প্রায় ২ সহস্রাধিক পরিবারে চাল-ডাল-আলু-পেঁয়াজ-তেলসহ প্রয়োজনীয় সামগ্রী প্যাকেট করে বিতরণ করেছে। এর ধারাবাহিকতায় আজ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।
৩ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন ‘গরীবের ডাক্তার’ খ্যাত মনীষা চক্রবর্তীর নেতৃত্ব ৯ সদস্যদের মেডিকেল টিম। মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন, আনন্দ মৃত্তিকা নাজ, কাজী সামসুল আরেফিন, আমিনা আক্তার আরবা, ফারজানা আক্তার রিয়া, শফিকুল, অদিতি, মিনহাজ, সাইদ প্রমুখ। বিজ্ঞপ্তি