বন্যায় ক্ষতিগ্রস্তদের গণতন্ত্রী পার্টির অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৮:৩১:৩৫ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গণতন্ত্র পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণতন্ত্র পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, মহানগর শাখার আহবায়ক মাছুম আহমদ, যুগ্ম আহবায়ক আখলাকুল আসপিয়া, জেলা শাখার দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, সদস্য মনোহর আলী চৌধুরী বাবুল, দুলাল আহমদ, জালারপুর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ কালা মিয়া প্রমুখ।
নগদ অর্থ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, নিঃস্বার্থভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা একটি মহৎ কাজ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এ মুহূর্তে সচ্ছল-অসচ্ছল বিপুলসংখ্যক মানুষের জরুরি খাদ্যসহায়তা, বিশেষ করে রান্না করা খাবার, চিড়া-গুড়ের মতো শুকনো খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন। বিজ্ঞপ্তি