লিগ্যাল সাপোর্ট এন্ড পিপলস্ রাইট’র খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৯:০৩:৫৩ অপরাহ্ন
লিগ্যাল সাপোর্ট এন্ড পিপলস্ রাইট এর অর্থায়নে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ আশ্রয় কেন্দ্রে ৩৫০ জনের মাধ্যে রান্না করে খাবার ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া গোয়াইনঘাটে ১৫০টি পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও লিগ্যাল সাপোর্ট এন্ড পিপলস্ রাইট চেয়ারম্যান এডভোকেট জহীর উদ্দীন লিমন ও কৃষক লীগের কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, লিগ্যাল সাপোর্ট এন্ড পিপলস্ রাইট এর ভাইস চেয়ারম্যান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহবুব রব্বানী। এছাড়া সিলেট জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ মিফতাউল হক সুইট, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন, সাবেক আহবায়ক কমিটির সদস্য রুবেল হোসেন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি