সড়ক দুর্ঘটনায় জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের তিন শিক্ষার্থীর মৃত্যুতে শোক র্যালি
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৯:০৮:১৪ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আজিম আহমেদ, জাসিম আহমেদ ও সাবেক শিক্ষার্থী ফাহিম রহমান ওমি গত রোববার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। তাদের আকস্মিক মৃত্যুতে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও কর্মচারিসহ সকলেই গভীরভাবে শোকাহত। মঙ্গলবার সকাল ১০:৩০ থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত তাদের স্মরণে প্রতিষ্ঠানে শোক র্যালি, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক র্যালিতে অংশ নেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ শাহানা আহমদ চৌধুরী ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা। র্যালি শেষে সকাল ১১ টায় দশম শ্রেণির ছাত্র আল-আমিন এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ শাহানা আহমদ চৌধুরী, আহŸায়ক ও কো-অর্ডিনেটর সিনিয়র শিক্ষক সাহেদ আহমেদ, সহকারি শিক্ষক শাহিদা আহমদ ফারহানা এবং নিহতদের সহপাঠি ওয়াফি মাওলা চৌধুরী, মাহি আফসার নাফিস, নুজহাত ¯েœহা চৌধুরী।
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্যের পাশাপাশি মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেন। নিহতদের অভিভাবকগণও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। স্মৃতিচারণ শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব আশরাফুল আলম আনসারি। বিজ্ঞপ্তি