ফ্রেন্ডস ক্যারম ক্লাব ইউকে’র নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ৭:৩১:৫৯ অপরাহ্ন
লন্ডন থেকে সংবাদদাতা: পূর্ব লন্ডনের ফ্রেন্ডস ক্যারম ক্লাবের নতুন কমিটি গঠন ও তিন দিন ব্যাপী সিলেটের বন্যার্তদের সাহায্যার্থে চ্যারিটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনের ক্লাবের হলে অনুষ্ঠিত নতুন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আশোক আলী মেম্বারের সভাপতিত্বে ও সিইজি ক্যারম এসোসিয়েশন ইউকে চেয়ারম্যান মো: সেলিম উদ্দিন চাকলাদারের পরিচালনায় শুরতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জি কাদের।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ বারের ইউরোপিয়ান ক্যারম চ্যাম্পিয়ন কর্নেল আবেদীন, ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি আমিনুর রহমান শামীম, সিইজি ক্যারম এসোসিয়েশনের সহসভাপতি রহিম উদ্দিন, নজরুল ইসলাম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, গিয়াস উদ্দিন, লুৎফুর রহমান, গোলাম কাদির, উস্তার আলী, তাজুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান, সুমন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সবার সর্বসম্মতিক্রমে নজরুল ইসলামকে প্রেসিডেন্ট, ফারুক ফুয়াদ চৌধুরী সেক্রেটারি ও আব্দুল মুহিত রাশুকে ট্রেজারার করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, উপদেষ্টা মÐলী আশোক আলী, কর্নেল আবেদীন, আমিনুর রহমান শামীম, ইমরান আহমদ জুবেদ, আমিনুল ইসলাম মন্টু, গুলাম কাদির স্যার, লুৎফুর রহমান স্যার, সেলিম উদ্দিন চাকলাদার, রাহিম উদ্দিন।
প্রেসিডেন্ট : নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট: উস্তার আলী, সেক্রেটারি : ফারুক ফুয়াদ চৌধুরী, এসি. সেক্রেটারি: গিয়াস উদ্দিন, ট্রেজারার আব্দুল মুহিত রাশু, স্পোর্টস সেক্রেটারি: মহিন উদ্দিন, ইভেন্ট কো অর্ডিনেটর: সুমন আহমদ
পাবলিসিটি এন্ড কমিনিকেশন : আওলাদ মিয়া ক্লাব এম্বাসেডর শেপু উদ্দিন, হেড ওফ মেম্বারস: আব্দুল হেকিম, ইসি মেম্বারস: তাজুল ইসলাম চৌধুরী, আলম মিয়া, আব্দুস সালাম, কবির হোসাইন, রাজু আহমেদ, খন্দকার রনি, আব্দুল হাসিম, কামরুলইসলাম, দেলোয়ার হোসেন।