জামালগঞ্জে বন্যার্তদের জিয়া ফোরাম অষ্ট্রেলিয়ার ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ৭:৫৪:৪৭ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জে ‘জিয়া ফোরাম অষ্ট্রেলিয়ার’ উদ্যোগে ৪ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা বিএনপির সহযোগিতায় উপজেলার তেলিয়াপাড়া মোড়ে অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মাঝে ছিল সেমাই, নুডুস, তেল, ময়দা, পেঁয়াজ, চিনি, হলুদ, মরিচ ইত্যাদি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ও সাচনা বাজার ইউনিয়ন চেয়ারম্যান মো: মাসুক মিয়া, বিএনপি নেতা ভীমখালী ইউনিয়ন চেয়ারম্যান মো: আখতারুজ্জামান তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নুর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফরাজী, সাবেক দপ্তর সম্পাদক সামছুজ্জামান ধন মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এমরান হোসেন রুবেল, আসাদনুর সাদি, মেহেদী হাসান বাবর, সায়েম মেম্বারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।