কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে ওসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ৭:৫৭:৩০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় নবাগত ওসি মোঃ আব্দুছ ছালেক বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সমাজের অনেক তথ্য উঠে আসে যা পুলিশের অগোচরে থেকে যায়। তাই পুলিশের পাশাপাশি গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে সমাজ উপকৃত হয়। কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
কুলাউড়া থানা ভবনে ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর উপস্থাপনায় কুলাউড়ার সার্বিক আইন-শৃংখলার উন্নতিকল্পে বিভিন্ন দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, গণমাধ্যম কর্মী এম মছব্বির আলী, আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মোক্তাদির হোসেন, সাইদুল হাসান সিপন, ময়নুল হক পবন, আলা উদ্দিন কবির, আব্দুল আহাদ, জীবন রহমান, একেএম জাবের, জসিম চৌধুরী, জিয়াউল হক জিয়া, নাজমুল বারী সোহেল, মাহফুজুর রহমান, আশফাক তানভীর, সালাহ উদ্দিন, আশরাফুল ইসলাম সুজন, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।