বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ৮:০২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকা থেকে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো এক কিশোরের। বুধবার বিকেলে উপজেলার বালিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কিশোরের নাম রুবেল মিয়া (১৬)। সে উপজেলার বড় বাজার এলাকার শাহিন মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, রুবেল মিয়া নামে ওই কিশোর বালিখাল এলাকায় নৌকা থেকে লোহার রড তোলার কাজ করছিল। কাজ করার একপর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।