কুলাউড়ায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ৯:৩২:১৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে জসিম উদ্দিন (৩৭) নামে এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে হোসেনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এএসআই (নিরস্ত্র) নৃপ্রেশ চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী হোসেনপুর নিবাসী মোঃ আব্দুস শহিদ এর ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতার করেন। সে ঋণ খেলাপী মামলার পলাতক আসামী ছিল বলে থানাসুত্রে জানা গেছে। পরে বুধবার গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী পরোয়ানা মূলে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, কুলাউড়া থানাকে মাদকমুক্তসহ পুলিশ সুপার এর নির্দেশে থানা পুলিশের বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।