বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ৯:৪১:০৮ অপরাহ্ন
বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সিলেট জেলার উদ্যোগে ডিপ্লোমা কৃষিবিদদের পক্ষ থেকে সিলেট সদরের হাটখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাটখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাঙ্গাইল ও পশ্চিম মাঝপাড়া গ্রামে প্রায় এক শতাধিক পরিবারের মধ্যে ময়দা, লাচ্ছা সেমাই, চিনি, দুধ, সয়াবিন তেল, নুডুলস এবং কাপড় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সিলেট জেলার সভাপতি এমরান আহমদ, মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদ রেজা, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক ফজলে মঞ্জুর ভূইয়া, সিলেট সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্রজিত কুমার দেব, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি