কুলাউড়ায় কাজী সমিতির ঈদসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২২, ৭:১৮:৫২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলায় সহস্রাধিক বন্যার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ.কে.এম বদরুল হকের উদ্যোগে রান্না করা খাবার, ওষুধ, শিশু খাদ্য, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভূকশিমইল ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে এ ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অনলাইন নিউজ পোর্টাল নতুন সংবাদের সম্পাদক একেএম তাহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মাওলানা খলিলুর রহমান সরদার।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মাওলানা জাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি জয়নুল ইসলাম মুনিম, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল খান, মৌলভীবাজার জেলা সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা সেক্রেটারি আব্দুর রহিম মজুমদার, যুবলীগ নেতা আবুল হোসেন খছরু, ময়নুল হক সোনা মিয়া, কন্টাক্টর একেএম আব্দুল লতিফ, খয়রুল আমিন মিছলু, ফয়েজ উদ্দিন আহমদ ও ইমাম সমিতির সভাপতি হাফিজ আতিকুর রহমান প্রমুখ।