গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস্ ইউকের আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২২, ৭:৫২:২৯ অপরাহ্ন
গোলাপগঞ্জে বন্যা কবলিত ১৫০০ পরিবারের মধ্যে প্রবাসী সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস্ ইউকের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলনকক্ষে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিনিধিদের কাছে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা হস্তান্তর করা হয়। প্রতিনিধিবৃন্দ তালিকা অনুসারে বন্যা কবলিত মানুষের মধ্যে আর্থিক সহায়তার এই অর্থ পর্যায়ক্রমে বিতরণ করবেন।
সংগঠনের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ, কোষাধ্যক্ষ হাসান আহমদসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ প্রবাস থেকে ভার্চুয়ালী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও ডাক বিভাগের সাবেক কর্মকর্তা আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি লায়েছ আহমদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান, লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান মো. খলকুর রহমান, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. কবির আহমদ, বাদেপাশা ইউপির চেয়ারম্যান জাহিদ হোসেন, সাবেক চেয়ারম্যান মো. মস্তাক আহমদ, ফুলবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সমাজসেবী এম এ ছায়াদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিলেট জেলা ব্যুরো হুমায়ুন রশীদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, বরায়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরী শুভন, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি