জালালপুরে শ্রমিক কল্যাণের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২২, ১০:৩৯:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল টীম সদস্য ও দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, একমাত্র ইসলামী জীবন ব্যবস্থাই শ্রমিক শ্রেণিসহ গোটা মানবজাতির সকল সমস্যার সমাধান দিতে পারে। জীবনের সকল স্তরে ইসলামী আইন চালু হলেই আবার আমাদের হারানো শান্তি ফিরে আসবে। মানুষের বাঁচার মৌলিক অধিকার ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা একমাত্র ইসলামই দিতে পারে। সিলেটের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় শ্রমিক কল্যাণ একটি দায়িত্বশীল সংগঠন ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবে আজ সামান্য উপহার সামগ্রী নিয়ে আমরা উপস্থিত হয়েছি।
বৃহস্পতিবার জালালপুর এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোগলাবাজার থানা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
শ্রমিক কল্যাণের থানা সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানা প্রধান উপদেষ্টা সাব্বির আহমদ, শ্রমিক কল্যাণের জেলা সহসভাপতি কামরুজ্জামান খান ফয়সাল, থানা উপদেষ্টা নেছার আহমদ। বিজ্ঞপ্তি