দেশে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬১১
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২২, ৯:৪৪:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ১ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। এ সময় শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৯০।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় যে সাতজনের মৃত্যু হয়েছে, চারজন পুরুষ, তিনজন নারী। ঢাকায় পাঁচজন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮২। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৫৪।
এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।