সিলেটে ১৭ দিন পর করোনায় ২ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২২, ১২:৪৭:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ১৭ দিন পর করোনায় ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ১ ব্যক্তি মারা যান। এরপর পেরিয়েছে ১৭ দিন।
সর্বশেষ শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে মারা গেছেন ২ জন। তারা সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৩৮ জনে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪২ জনে। এ ছাড়া সুনামগঞ্জের ৭৫ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৯ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। ১৩৬ জনের নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনাক্তের হার ১১.০৩ শতাংশ।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত হলেন ৬৭ হাজার ১০৩ জন। বর্তমানে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তন্মধ্যে ৫ জন আছেন আইসিইউতে।