বিয়ানীবাজারে ময়নুল হক চৌধুরী ফাউন্ডেশনের যাত্রা শুরু ও ঈদসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২২, ১:৩৩:৫৮ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে ‘ময়নুল হক চৌধুরী ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু উপলক্ষে বন্যার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ২নং চারখাই ইউনিয়নের রমশিদ চক্রবাণী গ্রামে ময়নুল হক চৌধুরীর বাসভবনে এ ফাউন্ডেশনের যাত্রা শুরু উপলক্ষে দেড় শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, লবণ, সেমাই, চিনি, আদা, পেঁয়াজ, রসুন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ২নং চারখাই ইউনিয়নের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর যুবলীগ নেতা সারোয়ার হোসেইন চৌধুরী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজ আহমেদ চৌধুরী, চারখাই শাখার যুবলীগ নেতা শিব্বির আহমেদ, সমাজসেবী হাসান আহমেদ চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী উপহার নিয়ে ময়নুল হক চৌধুরী ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে এ ফাউন্ডেশন আরও উন্নতি লাভ করবে। আমরা আশা করি, দেশের যে কোনো দুর্যোগে-দুঃসময়ে এ ফাউন্ডেশন সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এ ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নিতে বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন। -বিজ্ঞপ্তি