সিলেটে কমেছে কোরবানী, গতবছরের চেয়ে ১ লাখ কম
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২২, ১২:১৭:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বন্যায় বিপর্যস্ত সিলেটে এবার ঈদে কমেছে পশু কোরবানি। সিলেট বিভাগের চার জেলায় এবার কোরবানি হয়েছে মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩টি গবাদিপশু। আর গত বছর এই সংখ্যা ছিলো ৪ লাখ ৮৯ হাজার ৪১ টি্। ফলে এবার প্রায় এক লাখ পশু কম কোরবানি হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কোরবানি দেয়া হয়েছে। এর মধ্যে ১১ লাখ ৬৭ হাজার ৮১০টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া। উট, দুম্বাসহ নানা ধরনের প্রাণী আছে ২৪৭টি।
চট্টগ্রাম বিভাগে কোরবানি দেয়া হয়েছে ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি গবাদিপশু। এর মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮টিই গরু-মহিষ। অন্যদিকে ছাগল-ভেড়া জবাই হয়েছে ৮ লাখ ১৪ হাজার ৬৮৫টি। উট, দুম্বা, গয়ালসহ অন্যান্য প্রাণী আছে ৯৬টি।
রাজশাহী বিভাগে কোরবানি হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ১২৮টি গবাদিপশু। এর মধ্যে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ আর ১ লাখ ২৮ হাজার ৮৮৫টি ছাগল-ভেড়া।
রংপুর বিভাগে কোরবানি হয়েছে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬টি। এর মধ্যে ৫ লাখ ৩১ হাজার ৯৩টি গরু-মহিষ আর ৬ লাখ ৭ হাজার ৮০৩টি ছাগল-ভেড়া।
খুলনা বিভাগে কোরবানি হয়েছে ৯ লাখ ২৬ হাজার ২০৯টি গবাদিপশু। এর মধ্যে গরু-মহিষের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ২৬৪টি। ছাগল-ভেড়ার সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৯৩০টি।
বরিশাল বিভাগের ছয় জেলায় কোরবানি হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৯৩৭টি গবাদিপশু। এর মধ্যে ২ লাখ ৬৭ হাজার ৬১৪টি গরু-মহিষ। ছাগল ও ভেড়া আছে ২ লাখ ৩১ হাজার ৩২৩টি।
সিলেট বিভাগের চার জেলায় কোরবানি হয়েছে মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩টি গবাদিপশু। এর মধ্যে ২ লাখ ১ হাজার ১৮৬টি গরু-মহিষ আর ১ লাখ ৯১ হাজার ৩৯৭টি ছাগল-ভেড়া।
ময়মনসিংহ বিভাগের চার জেলায় কোরবানি হয়েছে মোট ৩ লাখ ৭৫ হাজার ৭৮৩টি গবাদিপশু। এর মধ্যে গরু-মহিষের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৪৮টি। ছাগল, ভেড়া ছিল ১ লাখ ৯৫ হাজার ১৮৬টি। অন্যান্য প্রাণী জবাই হয়েছে ৪৯টি।