জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২২, ৭:০৮:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে ইমন মিয়া নামের ১৭ মাস বয়সের এক অবুঝ শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামের রায়হান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ১১ জুলাই সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে বাড়ির সবার অগোচরে ইমন নিখোঁজ হয়। সাড়ে ১০ টার দিকে খোঁজাখুঁজি করে বাড়ির পুুকুরের পানির নিচ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে শিশু ইমনকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় বইছে শোকের ছায়া।