দক্ষিণ সুরমা প্রধান শিক্ষক ঐক্য ফোরাম’র নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২২, ৭:২৯:০৩ অপরাহ্ন
সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষকরা সমাজের বিবেক। বন্যার্তদের পাশে দাঁড়িয়ে শিক্ষক সমাজ আজ প্রশংসিত হয়েছেন।
এমপি হাবিব শুক্রবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ঐক্য ফোরাম’র দক্ষিণ সুরমার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক দরিদ্র শিক্ষার্থী পরিবারকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা প্রধান শিক্ষক ঐক্য ফোরাম সভাপতি মোহাম্মদ ন‚রুজ্জামান ও সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব লুৎফুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসলিমা বেগম। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমদ ওসমানী, সৈয়দা নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শুয়াইবুর রহমান, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, ক্রোরীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা দাস, তেলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপ্না দাস, শিক্ষক নেতা হেলাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি