বন্যার্তদের জমিয়ত মহাসচিবের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২২, ৭:৩২:৫৮ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী বলেছেন, ভয়াবহ বন্যায় সিলেট সুনামগঞ্জসহ দেশের কয়েকটি অঞ্চলের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথম দফা বন্যা থেকে এ পর্যন্ত জমিয়তের কেন্দ্রীয় ত্রাণ কমিটি ও স্থানীয় শাখাগুলোর উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ, পুরর্বাসন সহায়তা অব্যাহত রয়েছে। বন্যায় সৃষ্ট দুর্যোগ যতো দিন থাকবে জমিয়তের সহায়তা কার্যক্রম ততো দিন অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দিনব্যাপী কেন্দ্রীয় জমিয়তের উদ্যোগে গোলাপগঞ্জ, ফেঞ্জগঞ্জ, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জের ১২টি স্পটে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল গাফফার ছয়গরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, জেলা অর্থ সম্পাদক মাওলানা আলী আহমদ, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতী ল‚ৎফুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান, মাওলানা ফয়ছল আহমদ, বিশ্বনাথ উপজেলা সহ সাধারণ সম্পাদক মুফতী আহমদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক হাসান বিন ফাহিম, প্রচার সম্পাদক মাওলানা নেসার আল মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন প্রম‚খ।বিজ্ঞপ্তি