পাকিস্তানে সিনেটরের বাড়িতে বোমা নিক্ষেপ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২২, ৮:৫৬:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রবিবার আওয়ামী ন্যাশনাল পার্টির সিনেটর হাজি হিদায়াতুল্লাহর বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিনেটরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোমাটি পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ে। এরপর দ্রæত দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিডি) ও পুলিশ সদস্যরা সিনেটরের বাসায় ছুটে যায়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির পুলিশ জানায়, বোমাটি স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে। অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেলে করে সিনেটরের বাড়ির ভেতরে নিক্ষেপ করে। এরপর হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়।