মানবতার কল্যাণই ইসলামের মূলনীতি: শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনীতে এড. আতিক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২২, ৭:৩৪:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন, আর্তমানবতার কল্যাণ সাধনই হচ্ছে ইসলামের ম‚লনীতি। জাতির যে কোনো দুর্যোগকালীন মুহ‚র্ত ও ক্রান্তিকালে সামর্থবান সকলকে অসহায়দের পাশে থাকা করুণা নয় নৈতিক দায়িত্ব। ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় আজ মানুষে মানুষে ব্যবধান ক্রমেই বাড়ছে। তাই আর্তমানবতার মুক্তির জন্য মানুষের মধ্যে ব্যবধান কমাতে হবে। সুখে, দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।
বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা ও পৌরসভা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজার পৌরসভা সভাপতি আশিকুর রহমান হেলালের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ ও মুনিবুর রহমান পাবেল এর পরিচালনায় ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সাধারণ ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ, জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, উপজেলা উপদেষ্টা মাওলানা ফয়জুল ইসলাম, পৌরসভা উপদেষ্টা মস্তাফা উদ্দিন, ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, কাজি আবুল কাশেম।
উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তানবীর এলাহী মজুমদার, জাকির হোসেন, মাওলানা নুরুল হক, কয়েছ আহমদ, সেলীম উদ্দিন, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম, শফি আহমদ মুন্না, খায়রুল আমিন, ছাত্রনেতা আরিফ হোসাইন আদিলুর রহমান, হাঃ রুহুল আমিন ও আহবাব হোসাইন মুরাদ প্রমূখ। বিজ্ঞপ্তি