বিয়ানীবাজারে জমিয়তের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২২, ৮:৫০:০৩ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাখা সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওঃ মারুফুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জুমন, সহ সাধারণ সম্পাদক আরশাদ জাফরী, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত, প্রচার সম্পাদক ওলিউর রহমান, সাহিত্য সম্পাদক মাহবুবুল আলম, পাঠাগার সম্পাদক আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আহবাবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।