লন্ডনে পোস্ট অফিসে ফিল্মি কায়দায় ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২২, ৯:২৪:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: লন্ডন শহরের বেনজনসন রোডের পোস্ট অফিসে দিনে দুপুরে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ ম‚ল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার প‚র্বে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতংক দেখা দেয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে একইভাবে লাইম হাউসে ডাকাতির ঘটনা ঘটে, এর রেশ কাটতে না কাটতে বেনজনসন রোডে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটায় এলাকার মানুষ হতবাক হয়ে পড়েছেন।
জানা যায়, মঙ্গলবার বিকাল চারটার সামান্য আগে লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকার বেনজনসন রোডের পোস্ট অফিসে ৩/৪ জন ডাকাত ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই তারা পোস্ট অফিসের ভিতরে স্প্রে মেরে অন্ধকার করে ফেলে। পরে অস্ত্র দেখিয়ে নগদ টাকাসহ ম‚ল্যবান মালামাল নিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরপর পুলিশের পাশাপাশি স্থানীয় কাউন্সিল প্রতিনিধিরা ছুটে আসেন। তারা দ্রæত ডাকাতদের গ্রেপ্তার ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানান।
এবিষয়ে নব নির্বাচিত কাউন্সিলার অহিদ আহমদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার দায়িত্ব পাওয়ার পর পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য কাজ এগিয়ে চলছে।