মাধবপুরে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২২, ৭:৪৯:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাকদ ব্যবসায়ীর নাম সুকুমার সরকার (৩১)। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়ইরি এলাকার বাসিন্দা সখিচরণ সরকারের ছেলে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানার এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ সুকুমারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।