জগন্নাথপুরে নৌকাডুবিতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২২, ৮:১৫:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় মৌলানা বদরুল আলম (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাটলি ইউনিয়নের চানপুরচক গ্রামের বাসিন্দা।
বুধবার রাত ৮ টার দিকে জগন্নাথপুরের উপর দিয়ে প্রচন্ডবেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। স্থানীয়রা জানান, ঝড়ের কবলে পড়ে জাল দিয়ে নৌকাযোগে স্থানীয় হাওরে মাছ ধরতে যাওয়া নৌকাটি ডুবে গেলে শিক্ষক বদরুল আলমের মৃত্যু হয়।