সিলেট বিবেক এর আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২২, ৮:৩৯:২৮ অপরাহ্ন
মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক কর্তৃক ৩য় পর্যায়ে বন্যার্ত বানভাসিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে শনিবার এই আর্থিক সহায়তা প্রদান করা হয় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ও টাঙ্গুয়ার হাওর সংলগ্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে। দিনব্যাপী নৌকা করে ভোরাঘাট গ্রামের পাটলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোরাঘাট গ্রামের অধিবাসী ছাড়াও জামালপুর, তেলীগাঁও, নবাবপুর, মদনপুর ও শ্রীপুর গ্রামের অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।
সিলেট বিবেক এর সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর নেতৃত্বে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, নির্বাহী কমিটির অন্যতম সদস্য স্বপন পাল চৌধুরী, আজীবন সদস্য রমা কান্ত গুপ্ত রুপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন, সহকারী শিক্ষিকা দশমী পাল, সতীশ পাল, আবুল মিরাজ, সুরুজ আলী, প্রণয় পাল, হৃদয় মালাকার, আসাব উদ্দিন, ছিদ্দেক আলী প্রমুখ।
এদিকে তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইন্দ্রপুর গ্রামবাসী ছাড়াও বিনোদপুর, বীরেন্দ্রনগর, বাগলী গ্রামের বন্যার্ত অর্ধ শতাধিক পরিবারের মধ্যে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি