বিয়ানীবাজারে আলোচিত ওয়েছসহ ৩ জন জেল হাজতে
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২২, ৬:৩৭:৪৭ অপরাহ্ন
বিশেষ সংবাদদাতা : বিয়ানীবাজারের একটি সংঘর্ষের ঘটনায় আলোচিত এক যুক্তরাষ্ট্র প্রবাসীসহ ৩ জনকে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন। বৃহস্পতিবার সিলেটের জেলা জজ প্রথম আদালতে হাজির হয়ে বিয়ানীবাজার থানার মামলা নং ৪ এর আসামী লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাহাড়িয়া বহর গ্রামের মৃত মনির আলীর পুত্র আবুল কালাম ওয়েছ, বিলাল উদ্দিনের পুত্র আহমদ এবং কালাইউরা গ্রামের ফারুক উদ্দিনের পুত্র নাহিদ জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলা এজহার স‚ত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কমলাবাড়ী এলাকার মরহুম খোরশেদ আলীর পুত্র আজাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানের সামনে আবুল কালাম ওয়েছের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় বাড়ী থেকে নারী পুরুষেরা আজাদ হোসেনকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপরও হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন জখমপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর আবুল কালাম বাদী হয়ে ২ মে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। আর এই মামলায় হাজিরা দিতে গিয়ে বৃহস্পতিবার মামলার প্রধান আসামী ও বিয়ানীবাজার থানার সাবেক ওসি মোনায়েম হত্যা মামলার অভিযুক্ত আবুল কালাম ওয়েছসহ ৩ জনকে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।