ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকের সমস্যা সমাধান করতে হবে : এডভোকেট আতিক
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২২, ৮:৩১:৩০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের শ্রমজীবী মানুষ নানা সমস্যায় জর্জরিত। শ্রমিকের সমস্যা তুলে ধরার জন্য কেউ কথা বলে না। শ্রমিকের সমস্যা সমাধান করতে হলে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে সোচ্চার হতে হবে। মিছিল-মিটিংসহ ট্রেড ইউনিয়নের যাবতীয় কার্যক্রমের মাধ্যমে শ্রমিকের সমস্যা সমাধান করতে হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত মাধবপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (মৌল-২১) ও মাধবপুর উপজেলা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন (মৌল-৩৭)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার-এর সভাপতিত্বে ও মাধবপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রেজা-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নায়েবুল্লাহ, মাধবপুর উপজেলা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি