শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২২, ৮:৪২:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেছেন গোটাবায়া রাজাপাকসে। এরই মধ্যে শুক্রবার (১৫ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। এরা দুইজনেই গোটাবায়ার আপন ভাই।
ইতোমধ্যে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন গোটাবায়া। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন।
এদিকে গতকাল দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শুক্রবার শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রবল বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রনিল। আজ পার্লামেন্টে স্পিকার প্রেসিডেন্ট হিসেবে গোটাবায়ার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।
গত কয়েক মাস ধরে দেশটিতে ভয়াবহ জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও ঔষধ সংকট চলছে। দেশটির ইতিহাসের সবচাইতে বড় অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সেখানকার জনগণ রাজাপাকসে পরিবার ও তাদের অধীনে পরিচালিত প্রশাসনকে দায়ী করে আসছে।