আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় অপরিহার্য : মুকতাবিস উন নূর
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২২, ৪:০৩:০৫ অপরাহ্ন
ওমর ফারুক (রাঃ) একাডেমী এমপিওভূক্ত হওয়ায় শোকরানা মাহফিল
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট প্রেসক্লাব‘র সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক, হযরত ওমর ফারুক( রাঃ) একাডেমী বিশ্বনাথ‘র ম্যানেজিং কমিটির সভাপতি মুকতাবিস উন নূর বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্হায় কেবল আধুনিক নয় নৈতিকতার সমন্বয় অপরিহার্য। নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষাই হচ্ছে মৌলিক শিক্ষা। শিক্ষক ছাত্র ও অভিভাবক এই তিন শক্তির সমন্বয়েই শিক্ষার গুণগত মান উন্নয়ন করা সম্ভব।
হযরত ওমর ফারুক (রা) একাডেমী বিশ্বনাথ শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক এমপিও তালিকাভূক্ত হওয়ায় অদ্য রোজ শনিবার প্রতিষ্ঠানের হলরুমে বিদ্যালয় ম্যনেজিং কমিটির পক্ষ থেকে এক শোকরানা মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম আখতার ফারুকের সঞ্চালনায় অনুষ্ষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ।
বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইংরেজী ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক মরতুজা আলী, অভিভাবক কামাল উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, মাষ্টার ইমাদ উদ্দিন ও বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে ‘র সদস্য আব্দুল মালিক।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুকতাবিস উন নুর দীর্ঘ ২২বছর পর এমপিও তালিকাভূক্ত হওয়ার আল্লাহর শোকরিয়া আদায় করেন। এ জন্য সরকার ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাসুক আহমদ।