হোসাইনীয়া কমিটির নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২২, ৬:৩২:৫৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : সা¤প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের বন্যার শুরু থেকেই বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, খাদ্য সামগ্রী বিতরণ করেন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী। শনিবার দিনব্যাপি হোসাইনীয়া কমিটি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপনায় সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যা দুর্গত গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেন।
এলাকাগুলো হচ্ছে সদর উপজেলার ইব্রাহিমপুর, মঈনপুর, জগন্নাথপুর, হালুয়ারগাও, রহমতপুর, বালিকান্দি, পাঁচকিরি, বেলবর হাটি, ষোলঘর, পার্বতীপুর, তেরাপুর, বানীপুর, কৃষ্ণনগর, বাঘমারা ডালা গাও, সৈয়দপুর, বালাকান্দা, জাহাঙ্গীনগর ইউনিয়নের মংগলকাটা, ধলাইপাড়, ইসলামপুর, মোল্লাপাড়া ইউনিয়নের মোল্লাপাড়া, লালপুর, আলমপুর, বেতগঞ্জ বাজার, বুরিস্থল, কুরবাননগর ইউনিয়নের গোধারগাও, কাইনতর, ধারারগাও। পৌরসভা অঞ্চলের নবীনগর, আলীপাড়া, ধোপাখালী, বিশ্বম্ভরপুর উপজেলার চালবন, বাদেরটেক, সালুকাবাদ, রঙ্গাচর ইউনিয়নের রঙ্গারচর, বিরামপুর।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুরা দরবারের সুনামগঞ্জ অঞ্চলের খাদেম মাওলানা মোক্তার আলী, মুমিন মুহুরী, রুকন উদ্দিন মুহুরী, আব্দুস সোবাহান মাষ্টার, হোসাইনীয়া কমিটির সদস্যবৃন্দ।