গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২২, ৬:৪৯:৫৩ অপরাহ্ন
ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ থানা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় গোপালগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে উপজেলা শাখার সভাপতি হাফিজ আবুল কাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক তানভীর আহমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ। সভার শুরুতে ঈদ উদযাপন নিয়ে অভিব্যক্তি প্রদান করেন শাখার দায়িত্বশীলগণ। সাথে সাথে দলের অগ্রগতি নিয়ে গুরুত্বপ‚র্ণ মতামত ব্যক্ত করেন তারা।
উপজেলা শাখার সাবেক দুই দায়িত্বশীল, শিক্ষানুরাগী মাওলানা সাইফুল ইসলাম তারেক ও হাফিজ আখতার হুসাইনের প্রবাস থেকে স্বদেশে আগমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
পরিশেষে উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমেদ এর চাচা জবুল আহমদের এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।