সুনামগঞ্জে ‘মৌলভীবাজার এসোসিয়েশন অব টরন্টোর’ নগদ অর্থ প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২২, ৮:৩১:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার এসোসিয়েশন অব টরন্টো, কানাডা সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জে ঈদ পরবর্তী শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় সংগঠনের সভাপতি লায়েক চৌধুরী ও সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুক্তার সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে পৌর শহরের কালিপুর এলাকার শতাধিক অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন নেদারল্যান্ড প্রবাসী আশিক ওয়াসি, জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, রাফিদ তানজিল হুদা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র, সহ সভাপতি শামসুল আবেদীন রাজন প্রমুখ।