মাথিউরা ইসলামিক সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২২, ৮:৪১:২৭ অপরাহ্ন
বিয়ানীবাজারে মাথিউরা ইসলামিক সোসাইটির উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় মাথিউরা বেজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোসাইটির উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে শতাধিক অসুস্থ নারী পুরুষ ও শিশুরা চিকিৎসা গ্রহণ করেন এবং সকলকে ফ্রী ঔষধ প্রদান করা হয়।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাব্বির আহমদ খান, মাষ্টার বুরহান উদ্দিন সুফি ও হেকিম নাজিম উদ্দিনের তত্ত¡াবধানে ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোসাইটির সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী। এতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. সাইয়েদ কুতুব নাহিদ, ডা. জাকওয়ান রাদী, ডা. জাহিদা ফাতিমা ও ডা. অসিত সূত্রধর। ক্যাম্পে ফার্মেসী বিভাগে দায়িত্ব পালন করেন শেখ মুজাম্মিল মুহসিন, রাহি, মাহিদ ও দুলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহ সভাপতি মাষ্টার বুরহান উদ্দিন সুফী ও হেকিম নাজিম উদ্দিন সহ-সেক্রেটারী ক্বাজী জাকারিয়া, জাহাঙ্গীর আলম, মেডিকেল টিম পরিচালক আবু হাসান ও ইবনে সিনা হসপিটেল সিলেটের এডমিন আজহারুল ইসলাম খাঁন। বিজ্ঞপ্তি