চলে গেলেন এনাম আলী এমবিই
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২২, ১২:১২:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৃটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক, বৃটেনে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ, স্পাইস বিজনেস ম্যাগাজিন ও এনাম আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এনাম আলী এমবিই আর নেই । রোববার ভোর ৩টায় যুক্তরাজ্যের সারের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২০০৯ সালের জানুয়ারিতে এনাম আলী ব্রিটেনের রানি কর্তৃক হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এমবিই পদক লাভ করেন। ২০১১-তে লন্ডন অব সিটি কর্তৃক ফ্রিডম পদক লাভ করেন। একজন মুসলিম হিসেবে তিনিই প্রথম এই ঐতিহাসিক সম্মাননা লাভ করেছেন- যা ১২৩৭ সাল থেকে সূচনা হয়েছে।
২০১৪ সালে তিনি এনআরবি পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
এনাম আলী এমবিই এর আরেকটি বড় পরিচয় তিনি কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড-এর জনক। তিনি ২০০৫ সালে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করেন।
১৯৯১ সালে লন্ডনে প্রতিষ্ঠিত ব্র্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) এর সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতাদের একজন তিনি।
১৯৬০ সালের ১ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণকারী এনাম আলী ১৯৭৫ সালে আইন বিষয়ে পড়াশোনার জন্যে লন্ডন যান।