বড়লেখায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব : হাসপাতালে ভিড়
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২২, ৬:৫২:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় দীর্ঘস্থায়ী বন্যায় বানভাসীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অত্যন্ত ধীর গতিতে নামছে বন্যার পানি। বন্যা কবলিত এলাকাগুলোতে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, চর্ম ও পেটের পীড়াসহ পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৩-৪ দিন ধরে এসব রোগে আক্রান্তরা হাসপাতালে প্রচন্ড রকম ভিড় করছেন। অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল ও সরেজমিনে জানা গেছে, বড়লেখায় বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেয়। ১ মাসেরও অধিক সময় হাকালুকি হাওরপাড়ের উপজেলার বর্নি, সুজানগর ও তালিমপুর ইউনিয়নের শতভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। গত ৪-৫দিন ধরে অত্যন্ত ধীর গতিতে বন্যার পানি নামতে শুরু করেছে। কিন্তু বন্যা কবলিত এলাকার বাসিন্দারা গণহারে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, পেটের পীড়াসহ পানিবাহিত নানা অসুখে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শতাধিক রোগি চিকিৎসা নিতে ভিড় জমাচ্ছেন। প্রেসক্রিপশন ও ওষুধ প্রদানে সংশ্লিষ্টদের হিমসিম খেতে হচ্ছে। গুরুতর রোগিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকা ঘুরে জানা গেছে, বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ মানুষজন বিনা চিকিৎসায় বাড়িতে সময় পার করছে। দুর্গতরা জানায় বন্যায় ভেঙ্গে নিয়েছে তাদের বসতঘর। ঘরে নেই খাবার দাবার, এখন কি দিয়ে চিকিৎসা করবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস জানান, গত কয়েকদিন ধরে হাসপাতালের আউটডোর ও ইনডোরে রোগির সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বন্যার পানি নামার সাথে পানিবাহিত বিভিন্ন অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে এখন প্রতিদিন ৫ শতাধিক রোগি চিকিৎসা নিতে আসছেন। এদের বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আসছেন।