দোয়ারায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১জন আহত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২২, ৭:৫৮:২৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তি হলেন সোনাপুর গ্রামের অজুদ মিয়া (৫৫)। এলাকাবাসী তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দোয়ারাবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় স্থানীয় নুরপুর বাজারে সোনাপুর গ্রামের বাসিন্দা মৃত গেদা মিয়ার পুত্র মিনার উদ্দিন (২০)কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জেরে ঐ ব্যক্তিকে শনিবার বাদ আছর মিনার উদ্দিন (২০) নুরপুর বাজারে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাত করে। এসময় বাজারে থাকা লোকজনের সহায়তায় ছুরিসহ হাতেনাতে জনতা আটক করে। জানা যায় এই মিনার উদ্দিন স্থানীয় চোরচক্রের প্রধান আনসার মিয়ার ভাই। তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, তাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে সংবাদ দিলে আমরা আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে আসি। অজুদ মিয়ার অভিযোগে মামলা করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।