প্রধানমন্ত্রীর তহবিল থেকে মহিলা আওয়ামীলীগের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২২, ৮:৪২:১২ অপরাহ্ন
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর রাজার গলি এলাকায় সিসিক কাউন্সিলর সালমা সুলতানার অফিস কার্যালয়ে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিল্ াআওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি বিলকিছ নূর, আছিয়া শিকদার, যুগ্ম সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, নাছিমা আক্তার কনা, নাসরিন বেগম, মিলন বেগম, শিবলী বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি