সিলেট মোবাইল পাঠাগার’র সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২২, ৮:৫০:২৭ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোক্তা পরিচালক, সাহিত্য সমালোচক, কবি আশরাফ হাসান বলেন, ‘জ্ঞানীদের জ্ঞানচর্চা জাতিকে আলোকিত করে। আমেরিকাতে লেখক, কবি-সাহিত্যিকদের অনেক মূল্যায়ন করে। ব্যক্তির ভালো কাজ দেশ জাতি ও সমাজকে উন্নত করে।
তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট মোবাইল পাঠাগারের ৭৮৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের সচিব ছড়াকার আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ.এইচ. মাহমুদ রাজা চৌধুরী। সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ’ সম্পাদক আবদুল কাদির জীবন’র উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়।
সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন ছড়াকার আতাউর রহমান বঙ্গি, কবি সাজিদুর রহমান, কবি জুবের আহমদ সার্জন, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি