সিলেটে নামছে তাপমাত্রার পারদ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ১:০০:১৫ অপরাহ্ন
১৭৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
স্টাফ রিপোর্টার: টানা কয়েকদিন তীব্র তাপদাহের পর রাতে রেকর্ড বৃষ্টিপাতে সিলেটজুড়ে তাপমাত্রার পারদ ক্রমশ নামতে শুরু করেছে। জুলাই মাসে ৬৬ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড সৃষ্টির পর থেকেই কমছে তাপমাত্রা। রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১০ দিন তাপমাত্রা খুব একটা বেশী বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। পাশাপাশি বাড়বে বৃষ্টির পরিমাণ।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে রেকর্ড ১৭৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে শনিবার দিবাগত রাতে ১৬৩. ২ মিলিমিটার ও রোববার সকালে ১৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেন, আগামী ১০ দিন তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। পাশাপাশি সোম ও মঙ্গলবার রাতে বৃষ্টিপাত হলেও বুধবার দিকে দিনের বেলায় বৃষ্টির আভাস রয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর ঢাকা জানিয়েছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মাঝ বর্ষায় এমন অস্বস্তিকর গরম সহসা কমছে না। আরও দু-একদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকবে। মধ্য জুলাইয়ে এবার দেশের সব জায়গায় স্বাভাবিকের চেয়ে গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করেছে। ২০১৪ ও ২০২১ সালের জুলাইয়েও তাপপ্রবাহ হয়েছিল। ঐ দুই বছরের চেয়ে এবার তাপপ্রবাহ সবচেয়ে দীর্ঘ এবং বেশি এলাকায় বিস্তৃত।
১৭ জুলাইয়ের পর বৃষ্টি বাড়ার প্রবণতার আভাস দিয়ে অধিদপ্তর জানায়, এপ্রিল থেকে জুনের তাপপ্রবাহ বিরাজ করে সপ্তাহ খানেকের বেশি সময়। জুলাইয়ে ‘হিটওয়েভ স্পেল’ দু-তিন দিনের বেশি দেখা যায় না। এবার মৃদু তাপপ্রবাহ ৫ থেকে ৬ দিন হয়ে গেল। আরও দু-একদিন তা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে দেশের সিনিয়র আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, কয়েকটি কারণে এমন অস্বস্তিকর গরম। থার্মোমিটারে যা দেখাচ্ছে, তার চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে অনুভব করছে মানুষ। জুলাইয়ের এ সময়ে স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে তাপমাত্রা। ওড়িশা উপকূলে সৃষ্ট লঘুচাপ এবং এর বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকায় তাপের তারতম্যও রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকলেও তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। টানা কয়েকদিন বিভিন্ন স্থানে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে বা মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম রয়েছে।
তিনি বলেন, দিনের অধিকাংশ সময় সূর্যকিরণ থাকে, কোথাও কোথাও বাতাসের গতিবেগও কম। সব মিলিয়ে বেশি আর্দ্রতায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দু’দিন পর বৃষ্টির প্রবণতা বাড়লে এ অস্বস্তি কেটে যাবে।