ইউএনও’র যোগদান উপলক্ষে পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ৬:২৭:৪৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার এর যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার এর পরিচালনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার জনগণের জন্য সবসময় তার দুয়ার খোলা থাকবে বলে আশ^স্ত করে বলেন, কুলাউড়ার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বদা কাজ করে যাব। তিনি কুলাউড়ায় তার কর্মকালীন সময়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সর্বস্তরের পেশাজীবিদের সহযোগিতার আহŸান জানান।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, কুলাউড়ার মানুষ গুনীজনদের সম্মান দেয়া ও কাজের মূল্যায়ন করে। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ^াস দিয়ে সকল স্তরের মানুষের সাথে সম্পর্ক রেখে কুলাউড়ার উন্নয়নকে নবাগত ইউএনও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুইয়া, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, প্রবীন রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, সৈয়দ একেএম নজরুল ইসলাম, জাফর আহমদ গিলমান ও মোছাদ্দিক আহমদ নোমান, প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ সালাম, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।