গোয়াইনঘাট ও জৈন্তায় বন্যার্তদের হাইজিন কিট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ৮:১৮:০৮ অপরাহ্ন
গোয়াইনঘাট উপজেলার তিনটি ও জৈন্তাপুর উপজেলার তিনটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। রোববার সকালে জৈন্তাপুর উপজেলার নিজপাট, চারিকাটা, ফতেহপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়।
স্টার্ট ফান্ড বাংলাদেশ এর আার্থিক সহযোগিতায় ক্রিশ্চিয়ান এইড এর সার্বিক তত্ত¡াবধানে ও এফআইভিডির বাস্তবায়নে হাইজিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইভিডিবি-র পক্ষ থেকে ফখরুল ইসলাম চৌধুরী, প্রকল্পের ফোকাল পয়েন্ট দেলওয়ার হোসেন, প্রকল্পের সমন্বয়কারী তৈয়ব আলী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, পশ্চিম আলীরগাঁও ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রোববার বিকেলে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর, পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে ৯৪৬টি পরিবারের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি