কানাইঘাট ও জকিগঞ্জে জামায়াতের শাড়ি-লুঙ্গী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ৮:২৮:৫৫ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা।
ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার কানাইঘাট উপজেলার উপর শাহপুর, লামার শাহপুর, কাড়াবাল্লা কান্দিগ্রাম ও জকিগঞ্জ উপজেলার নয়াগ্রাম এবং চৌধুরী বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়। সবগুলো স্পটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
এসময় জেলা আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান বলেন বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ এখনো রয়ে গেছে। বিশাল ক্ষয়ক্ষতি নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছে মানুষ। সর্বস্ব হারানো নিঃস্ব মানুষের এখন পুনর্বাসন দরকার। ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে একে অন্যের সহযোগী হয়ে কাজ করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারী এবং জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, জামায়াত নেতা মাওলানা খলিল আহমদ, মাওলানা ওমর ফারুক, ফয়ছল আহমদ খান, ফয়জুল ইসলাম চৌধুরী, জামিল আহমদ, মামুনুর রশীদ প্রমূখ। বিজ্ঞপ্তি