ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ৭:৩৭:৪৭ অপরাহ্ন
পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সিলেট জেলার কালাপাথর ফুটবল মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতার ফাইনালে এম.কে. গ্যালাকটিকো ফুটবল একাডেমী ০২-০১ গোল ব্যবধানে পি.ওয়াই.ও ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে সিলেট জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় ট্রফি, জার্সি, অন্যান্য পুরস্কার ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন এর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু। এছাড়াও সিলেট জেলা ক্রীড়াঙ্গণের কোচ, কর্মকর্তা ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন । – বিজ্ঞপ্তি